জার্মানি দলে ১৭ বয়সী ইউসুফা মৌকোকো

:: নাগরিক ক্রীড়া ::

কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে রয়েছেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার ইউসুফা মুকোকো। বরুশিয়া ডর্টমুন্ডের এই খেলোয়াড় প্রথমবার জার্মান দলে ডাক পেলেন।

তবে বাদ পড়েছেন ২০১৪ বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ম্যাট হামেলস। জায়গা হয়েছে ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোটসার। বায়ার্ন মিউনিখ থেকে ৭ জনকে বিশ্বকাপ স্কোয়াডে নিয়েছেন জার্মানির কোচ হ্যানসি ফ্লিক।  

ডাক পাওয়াদের পাশাপাশি বাদ পড়ার তালিকাও চমকপ্রদ। ইনজুরির কারণে সংশয়ে থাকা লিরয় সানে শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন দলে। তবে বাদ পড়েছেন মার্কো রয়েস এবং বরুসিয়া ডর্টমুন্ডের রক্ষণে দারুণ ছন্দে থাকা ম্যাটস হুমেলস।

স্কোয়াড দেখেই বুঝা যায়, জার্মান কোচ হান্সি ফ্লিক অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে চান। কাতার বিশ্বকাপে এ কোচ আস্থা রাখছেন অধিনায়ক মানুয়েল নয়্যার, টমাস মুলার, ইয়োশুয়া কিমিখ ও ইলকায় গুন্দোয়ানের ওপর।

বিশ্বকাপে জার্মানি দল

গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।

ডিফেন্ডার : ম্যাথিয়াস গিন্টার, আন্তোনিও রুডিগার, নিকলাস সুয়েল, নিকো স্লোটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান, ক্রিশ্চিয়ান গুয়েন্টার।

মিডফিল্ডার : ইকাই গুন্দোগান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ইয়াশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে।

ফরোয়ার্ড : কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, নিকলাস ফুয়েলক্রুগ, করিম আদেইমি।

বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর। এদিকে নিজেদের প্রথম ম্যাচে ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।

এবারের বিশ্বকাপে জার্মানি খেলবে ‘ই’ গ্রুপে। ২৩ নভেম্বর প্রথম ম্যাচের মানুয়েল নয়্যারদের প্রতিপক্ষ জাপান। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ স্পেন (২৭ নভেম্বর) ও কোস্টারিকা (১ ডিসেম্বর)। বিশ্বকাপ খেলতে কাতারে যাওয়ার আগে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে সোমবার (১৪ নভেম্বর) ওমানে যাবে জার্মানি।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *