বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা বন্ধ

:: নাগরিক নিউজ ডেস্ক ::

বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য নিশ্চিত করেছে।  

আরওপি জানায়, ইতোমধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর করে সব ধরনের বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। পর্যটন ও ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদেরও ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ করা হয়েছে।

ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয়, এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে ভিসা নিতে পারতেন প্রবাসীকর্মীরা। ফলে এভাবে যারা দেশটিতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে আসতে হবে। পরে কাজের ভিসা নিয়ে আবার সেখানে ফিরতে হবে।

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রাজকীয় ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি হালনাগাদ করেছে। এর ফলে এখন থেকে ‘ট্যুরিস্ট’ ভিসা বা ‘ভিজিট’ ভিসাকে আগের মতো ‘রেসিডেন্স স্ট্যাটাসে’ (বসবাসের অনুমতি) পরিণত করা যাবে না।  

কেউ যদি ট্যুরিস্ট বা ভিজিট ভিসার স্ট্যাটাস পরিবর্তন করতে চান তাহলে তাকে এখন থেকে অবশ্যই প্রথমে ওমান থেকে বের হতে হবে। তারা কাজের জন্য ওমানে ফিরতে চাইলে তাদের আবেদনে অবশ্যই ‘এক্সিট স্ট্যাম্প’ থাকতে হবে। নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।  

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি হালনাগাগ করেছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *