চকবাজারে সিরামিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

:: নাগরিক প্রতিবেদন ::

রাজধানীর চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের সিরামিক গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।

তিনি জানান, বেলা পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে প্রথমে সেখানে সাতটি ইউনিট পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ খান বলেন, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ১০টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত (১১টা ২০ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন জানান, মনির নামে এক ব্যক্তির গোডাউনে আগুন লেগেছে। সেখানে প্লাস্টিক ও সিরামিক আছে। 

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনের সিঁড়ির কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ভেতরে ঢুকতে সমস্যা হচ্ছে। 

তিনি জানান, দিগু বাবু লেনের রাস্তাগুলো সরু। এই কারণে ফায়ার সার্ভিস কর্মীদের গাড়ি সেখানে ঢোকানো যায়নি। গাড়ি দূরে রেখে সেখান থেকে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। 

এর আগে রাজধানীর বরিশাল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চলতি মাসের শুরুর দিকে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনীর দলও।

২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয় পুরান ঢাকার চকবাজারবাসী। ওই বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার রাজ্জাক ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান ৭৮ জন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন অন্তত ৫২ জন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *