ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন

:: নাগরিক প্রতিবেদন ::

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ আট নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহত অবস্থায় শুক্রবার বিকেলে জরুরি বিভাগে আসেন।

আহতরা হলেন- ডা. জামাল উদ্দিন চৌধুরী (স্বাচিপ-সভাপতি), মোস্তফা জালাল মহিউদ্দিন (বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য), শেখ আনিসুজ্জামান রানা (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক), মো. জসিম উদ্দিন (ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সদস্য), মো. জাবেদ (বিএমএ’র ইসি মেম্বার), লিলি (যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক), সাবরিনা চৌধুরী, বরিকুল ইসলাম বাধন (বঙ্গবন্ধু হলের সাবেক ছাত্রলীগের সভাপতি)।

আহতের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘এ ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে গেছেন। তবে, একজনের পা ভেঙে গেছে। তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

ছাত্রলীগের শোভাযাত্রা উদ্বোধনের আগে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন ওবায়দুল কাদের। হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় মঞ্চ। ওই সময় মাটিয়ে লুটিয়ে পড়েন ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

ওই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা পরিস্থিতি শান্ত করেন। পরে ভাঙা মঞ্চের একপাশে দাঁড়িয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের প্রোগ্রামে স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। স্টেজভর্তি নেতা থাকে, এত নেতার আমাদের দরকার নাই। আমাদের স্মার্ট কর্মী দরকার। স্টেজে এত নেতা কেন থাকবে?’

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *