ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ জয়ী

:: নাগরিক প্রতিবেদন ::

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন  ৮৪ হাজার ৪৭ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। 

এছাড়া ১৪ দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী পেয়েছেন ১১৩৫৬ ভোট। 

১২৮টির মধ্যে ১২৮টির ঘোষিত ফলাফলে‌ এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। ১২৮টি ভোটকেন্দ্রে মোট ভোটকক্ষ ৮৩৩টি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মো. ইয়াসিন আলী পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন-জাকের পার্টির মো. এমদাদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির মো. শাফি আল আসাদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম।

এ আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। 

গত ডিসেম্বরে বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করলে এই আসনসহ ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং বগুড়া-৪ ও ৬ আসন শূন্য ঘোষণা করা হয়। আজ বুধবার এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হলো।


শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *