নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

:: নাগরিক প্রতিবেদন ::

বিএনপিকে ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বিষয়টি জানাবেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে।

তবে দুই দলকেই সমাবেশ করার ক্ষেত্রে ২৫টি শর্ত জুড়ে দিয়েছে।

রাতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই বিএনপিকে অনুমতির বিষয়টি জানিয়ে দেয়া হবে। ঢাকার নয়াপল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনেই মহাসমাবেশের অনুমতি দেয়া হচ্ছে।

এছাড়া এদিন জামায়াতে ইসলামীও মতিঝিল সমাবেশ করবে। তবে পুলিশের তাদের সমাবেশের অনুমতি দেয়নি। তবুও দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সমাবেশ করবে। এছাড়া সরকার বিরোধী কিছু ছোট দলও এদিন মাঠে থাকবে বলে জানা গেছে।

দুই দলের সমাবেশের অনুমতির বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকেই শর্তসাপেক্ষে তাদের পছন্দমতো জায়গায় সমাবেশের অনুমতি দেওয়া হবে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *