ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

:: নাগরিক নিউজ ডেস্ক ::

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটের দিকে কেঁপে ওঠে মিন্দানাও অঞ্চল। মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পের পর মিন্দানাও দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা- ইউএসজিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফিলিপাইনের হিনাতুয়ান শহরের ২১ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইন সরকার। দেশটির উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, মিন্দানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

গত মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৭ নভেম্বরের ওই ভূমিকম্পে দেশটির সারাঙ্গানি, কোটাবাটো ও দাভাও প্রদেশে অন্তত ৮ জনের প্রাণহানি হয়। এ ছাড়া আহত হন আরও ১৩ জন। ওই ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে শনাক্ত করেছে।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থলের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে, পালাউ ও মালয়েশিয়ায় সুনামি আঘাত হানতে পারে। 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল বলেন, তাঁর সংস্থা দক্ষিণ সুরিয়াগো দেল সুর ও দাভাও ওরিয়েন্টাল প্রদেশগুলোর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

ভূমিকম্পের মাত্রার ওপর নির্ভর করে ১ মিটার বা তার বেশি উচ্চতার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে সুনামির ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *