।। ফজলে এলাহী ।।
বাংলা তথা বাংলাদেশের গানের ভাণ্ডার এক অমৃত সুধা। যে এই ভাণ্ডারের খোঁজ পেয়েছে তাঁকে আর কোন ভাষার গান তৃপ্তি দিতে পারবে না। বাংলাদেশের গানের ভাণ্ডারে ডুব দিলেই আপনি মনিরুজ্জামান মনির নামের এক মহারথীর সন্ধান পাবেন যা আপনাকে ভাবিয়ে তুলবেই। একটা মানুষ এতো এতো দারুন গান কিভাবে সৃষ্টি করতে পারে সেটা আপনার কাছে এক বিরাট প্রশ্ন হয়ে দেখা দিবে । আধুনিক, দেশাত্মবোধক, ফোক, চলচ্চিত্র কোন ধারার গানে আপনি মনিরুজ্জামান মনিরকে খুঁজে পাবেন না বলতে পারবেন? আজ আপনাদের বাংলাদেশের এমনই এক বিস্ময়কর গীতিকবি মনিরুজ্জামান মনির সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করবো ।
মনিরুজ্জামান মনির ১৯৫২ সালের ২৮ জানুয়ারী সুনামগঞ্জের তেঘরিয়ায় জন্ম গ্রহন করেন।চার ভাই,তিনবোনের মধ্যে মনিরুজ্জামান মনির তৃতীয়। স্কুল জীবনে পড়ার সময়েই ছড়া কবিতা লিখে লিখার হাতেখড়ি শুরু এবং সেইসময় ‘ দৈনিক পয়গাম’,’দৈনিক পাকিস্তান’,’সবুজপাতায়’ প্রায় নিয়মিত ছড়া লিখতেন। সিলেট বেতারের কণ্ঠশিল্পী উজির মিয়া ছিলেন মনিরুজ্জামান মনিরের মামা যিনি হাসন রাজার গানের জন্য বেশ জনপ্রিয় ছিলেন। মামা উজির মিয়ার সুবাদে কিশোর বয়সেই মনিরুজ্জামান মনির রেডিওতে গান লিখার সুযোগ পান । এভাবে গান লিখতে লিখতে ১৯৭০ সালেই বেতারের তালিকাভুক্ত গীতিকার হয়ে গেলেন । সেই যে গান লিখার নেশা তাঁকে পেয়ে বসে তা আর ছাড়তে পারেননি। । বিজ্ঞান বিভাগে মেট্রিক ও ইন্টারমিডিয়েট পাশ করার পর বাবা মা চেয়েছিলেন ছেলে ডাক্তার হবে তাই ভর্তি করালেন ঢাকা মেডিকেল কলেজে কিন্তু ছেলে আর ডাক্তার হয়নি, মনিরুজ্জামান মনির হয়ে গেলেন বাংলাদেশের গানের চিরস্মরণীয়, দেশসেরা, অসাধারন গীতিকারদের একজন। আসলে মনিরুজ্জামান মনিরের মনের ভেতরেই ছিল পেশাদার গীতিকার হওয়ার বাসনা যার কারণে ডাক্তারি পড়ার কারণ দেখিয়ে ঢাকাতে চলে আসার সুযোগটি কাজে লাগালেন ।
মনিরুজ্জামান মনিরের লেখা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি জিয়াউর রহমান বিএনপির দলীয় সঙ্গীত হিসেবে গৃহীত করেন যা আজ অবধি আছে। সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জানলেন যে, মনিরুজ্জামান মনির শিক্ষিত বেকার যুবক তখনই বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অফিসার পদে নিয়োগ দেন যার থেকে পরবর্তীতে মনিরুজ্জামান মনির পরিচালক হিসেবে অবসর নেন।
এরই মাঝে বাংলাদেশ টেলিভিশনে নওয়াজিশ আলী খান প্রযোজিত ‘বর্ণালী’ অনুষ্ঠানের জন্য ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ শিরোনামে একটি দেশাত্মবোধক গান লিখেন যার সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন আলাউদ্দিন আলী। শিল্পী শাহনাজ রহমতউল্লাহ’র কণ্ঠে বিটিভিতে গানটি প্রচারিত হওয়ার পর দারুন সাড়া পান । যার ফলে বিটিভির ‘মালঞ্চ’ অনুষ্ঠানের দুই পর্বে সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ এবং নিয়াজ নিয়াজ মহাম্মদের গাওয়া ‘রাঙামাটির রঙে চোখ জুড়ালো’ গান দু’টি প্রচারিত হয়। যে গান দুটিও প্রচুর জনপ্রিয়তা পায়। কিন্তু ‘’প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’’ গানটির জন্য তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মনিরুজ্জামান মনিরকে দুবার ডেকে পাঠান।
মনিরুজ্জামান মনিরের লেখা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি জিয়াউর রহমান বিএনপির দলীয় সঙ্গীত হিসেবে গৃহীত করেন যা আজ অবধি আছে। সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন জানলেন যে মনিরুজ্জামান মনির শিক্ষিত বেকার যুবক তখনই বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অফিসার পদে নিয়োগ দেন যার থেকে পরবর্তীতে মনিরুজ্জামান মনির পরিচালক হিসেবে অবসর নেন। সরকারী বেসরকারী সাংস্কৃতিক দলের প্রতিনিধি অথবা দলনেতা হিসেবে ইংল্যান্ড, মালয়েশিয়া, আরব আমীরাত, ইরান, চীন, তুরস্কসহ পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে এসেছেন। সরকারী সাংস্কৃতিক দলের প্রতিনিধি হিসেবে সর্বশেষ ঘুরে আসেন মিসর। তিনি ছিলেন টিম ম্যানেজার এবং দলনেতা ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। মিসরে তারা জসীম উদ্দীনের ‘সুজন বাধিয়ার ঘাট’ গীতিনাট্য পরিবেশন করেছিলেন। তাঁর লিখা গানগুলোর মাঝে বাংলাদেশের মানুষের মনের সহজ সরল কথাগুলো নান্দনিক ভাবে ফুটে উঠেছে । তাই তো গান শুনলেই আমরা সেইসম বুঝতে পারতাম এটা মনিরুজ্জামান মনিরের লিখা গান ।
আগরতলা ষড়যন্ত্র মামলা’র আসামী বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর মুতালিবের কন্যা-ফাতেমা মনিরকে বিয়ে করেন যিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেন ।
মনিরুজ্জামান মনির বাংলাদেশের চলচ্চিত্রের গানকে করেছিলেন সমৃদ্ধ। ‘সন্ধিক্ষণ’ ছবিতে ‘চলতি পথে বাধা আসে,তাই বলে কি পথ চলবে না’ গানটি দিয়েই যুক্ত হোন চলচ্চিত্রের গানের সাথে। এরপর ধিরে ধিরে চলচ্চিত্রের গানে মনিরুজ্জামান মনির হয়ে যান অপরিহার্য একজন গীতিকার। ‘প্রানসজনী’, ‘নিতিবান’, ‘দুই জীবন’, ‘ভেজা চোখ’, ‘চেতনা’, ‘সত্য মিথ্যা’, ‘পিতা মাতা সন্তান’ ‘প্রথম প্রেম’ ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’ ‘প্রেমের অহংকার’ এর মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রগুলোর সবগুলো গান তিনি একাই লিখেছিলেন। এছাড়াও গাজী মাজহারুল আনোয়ার, মোঃ রফিকুজ্জামান, আমজাদ হোসেন, মিলটন খন্দকার এর মতো গীতিকারদের সাথেও বিভিন্ন অসংখ্য চলচ্চিত্রে গান লিখেছেন । বাংলাদেশের গানের সুর সম্রাট আলম খান ও কিংবদন্তী তুল্য কণ্ঠশিল্পী অ্যান্ড্রো কিশোরের অসংখ্য অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার হলেন মনিরুজ্জামান মনির । প্রায় ৫ শতাধিক ছবিতে গান লিখেছেন যার স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৮৮ [দুই জীবন], ১৯৮৯[চেতনা], ১৯৯০[দোলনা] টানা তিনবার শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন ।এছাড়াও অর্জন করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরষ্কার। কয়েকবার পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরষ্কারসহ আরো অনেক পুরষ্কার। বাংলাদেশের এমন কোন চলচ্চিত্র পরিচালক নেই, যার ছবিতে তিনি গান লেখেননি। ভারতের বাংলা চলচ্চিত্রের জন্যেও তিনি গান লিখেছেন।
বাংলাদেশের প্রথিতযশা শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, শাহনাজ রহমতুল্লাহসহ দেশের সকল বিখ্যাত শিল্পীই তার গান গেয়েছেন। ভারতের হৈমন্তী শুল্কা, শ্রাবন্তী মজুমদার, কুমার সানু, অনুরাধা পাড়োয়াল,অভিজিৎ,অলকা আগ্নিকসহ বিখ্যাত শিল্পীরা তার গান গেয়েছেন। আজ খুব কষ্ট হয় যখন দেখি আবোল তাবোল কথার আধুনিক গীতিকারদের যারা একজন মনিরুজ্জামান মনিরের লিখা গান শুনেও শিখতে পারেনি কিভাবে গান লিখতে হয় তা। এমন একজন গীতিকার আমাদের দেশে আছেন যাকে আমরা যথাযথ ভাবে মূল্যায়ন করিনি অথচ যাকে পেলে অন্যরা চিরকাল মাথায় তুলে রাখতো। মনিরুজ্জামান মনির আমাদের শুধু দিয়েই গেলেন কিন্তু পেলেন না কিছুই যা আমাদের চিরায়ত অকৃতজ্ঞতার সংস্কৃতির চরম উদাহরণ।এমন কি আমাদের অনলাইন তথ্যভাণ্ডারে নেই অসাধারন এই গীতিকার সম্পর্কে কোন পরিপূর্ণ তথ্য। দেশের সেরা এই গীতকবিকে জানাই অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
মনিরুজ্জামান মনিরের লেখা অসংখ্য গান থেকে কিছু গানের নাম ও লিঙ্ক নিচে দেয়া হলো
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ – https://www.youtube.com/watch?v=MgGmAMd230M
সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি – https://www.youtube.com/watch?v=IMVa3FbjTP4
রাঙামাটির রঙে চোখ জুড়ালো– https://www.youtube.com/watch?v=JEqnO6WtR1E
যে ছিলো দৃষ্টির সীমানায় – https://www.youtube.com/watch?v=h0993-fmmW4
নাই টেলিফোন নাইরে পিওন – https://app.box.com/s/h3g2urkoixp5l1xv9qz5
ডাক দিয়াছেন দয়াল আমারে – https://www.youtube.com/watch?v=h0993-fmmW4
কী জাদু করিলা পিরিতি শিখাইলা – https://www.youtube.com/watch?v=ruNkS0cvEMw
কত রঙ্গ জানো রে মানুষ– https://www.youtube.com/watch?v=iroVz0TxlxI
চোখ বুজিলে দুনিয়া আন্ধার – https://www.youtube.com/watch?v=jU3jgv4GlgQ
বাড়ির মানুষ কয় আমায় – https://www.youtube.com/watch?v=TGQ-S5UgGdw
জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা – https://www.youtube.com/watch?v=GIRgXh4JAfw
তুমি যেখানে আমি সেখানে– https://app.box.com/s/frfuhft0v7t64p0d7u9t
তিনকন্যা এক ছবি – https://www.youtube.com/watch?v=7yYaDwpROZs
আজ রাত সারারাত জেগে থাকবো – https://www.youtube.com/watch?v=SYYXL1RatSg
গুনে গুনে এক দুই তিন – https://www.youtube.com/watch?v=Ej0_0zizyTY
বুকে আছে মন – https://app.box.com/s/u9t9qyj5j8v21xu3h904
ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা – https://www.youtube.com/watch?v=hQ0aSJ9LNoQ
আবার দুজনে দেখা হলো – https://app.box.com/s/vmqaiihed04paf26j2by
আমি একদিন তোমায় না দেখিলে – https://www.youtube.com/watch?v=fsrwFx-qDUc
তুমি ছাড়া আমি একা – https://www.youtube.com/watch?v=WCsIlO4JI_E
তুই তো কাল চলে যাবি – https://app.box.com/s/gz8kq1ny7iiiyb0xtpmx
জীবনের গল্প আছে বাকী অল্প – https://www.youtube.com/watch?v=YbzFQp5WtPA
প্রিয়া আমার প্রিয়া – https://app.box.com/s/iedpd7olgyu25talt646
কি দিয়া মন কাড়িলা – https://www.youtube.com/watch?v=fNQ665DHXzY
শুন্য এ হাতে হাত রেখে – https://www.youtube.com/watch?v=hIPhr5M4p6I
আমার এ ঘর যেন স্বর্গ – https://www.youtube.com/watch?v=mHpihNjrP-0
মন্দ হোক ভালো হোক – https://www.youtube.com/watch?v=E8-_6QsS6Tg
তুমি আরও কাছে আসিয়া – https://www.youtube.com/watch?v=DQgkOH7mrIo
পিতা মাতার পায়ের নীচে – https://app.box.com/s/4s2qpdmr315e4f8aaq9x
মনে প্রেমের বাত্তি জ্বলে – https://www.youtube.com/watch?v=9gjBygP1_Dg
তুমি আমার প্রথম প্রেম – https://www.youtube.com/watch?v=u2IYzLguGCM
আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল – https://www.youtube.com/watch?v=t-_5ZWCyMIM
তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ – https://www.youtube.com/watch?v=R3k-Sj_Uu40
এই মাটি আমার মায়েরই কান্না মাখা – https://app.box.com/s/9qybliac8i3p6ueof4ah
আমার এ গান তোমারই জন্য – https://www.youtube.com/watch?v=DSd7K4C5UYU
জীবনের গান আজ গাইবো – https://www.youtube.com/watch?v=RFdbwAIwa0w
তুমি আমার জীবন প্রিয়া – https://app.box.com/s/9psj8ii657ikm5gvo1qd
কাল তো ছিলাম ভালো – https://www.youtube.com/watch?v=WK6PfAthYDM
এখানে দুজনে নির্জনে – https://www.youtube.com/watch?v=_VGpATCNxR4
টেলিফোনে কিছু কথা হলো – https://app.box.com/s/eaotjxpastr0no98jebf
এইদিন সেইদিন কোনদিন – https://www.youtube.com/watch?v=_06-_N6hQzE