মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

:: নাগরিক নিউজ ডেস্ক ::

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে (৭৫) গ্রেফতার করা হয়েছে।

দেশটির দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে এমএসিসি সদর দপ্তরে কয়েক ঘণ্টা জবানবন্দি দেওয়ার পর মুহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১০ মার্চ) তাকে আদালতে হাজির করা হবে।

মুহিউদ্দিন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

একই অভিযোগে দেশটির আরও বেশ কয়েকজন রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে দীর্ঘ অচলাবস্থার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মহিউদ্দিন ইয়াসিন। করোনাকালে কঠিন সংকট পাড়ি দিতে হয়েছে তাকে। জোটের অভ্যন্তরীণ সমস্যার কারণে ২০২১ সালে মহিউদ্দিন সরকারের পতন হয়। 

একই বছরের নভেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী হন বহুল আলোচিত আনোয়ার ইব্রাহিম। নির্বাচিত হয়েই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। তারই ধারাবাহিকতায় গ্রেফতার হলেন ৭৫ বছর বয়সি মহিউদ্দিন ইয়াসিন। 

মালয়েশিয়ার আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে মহিউদ্দিনের গুরু মনে করা হয়। আর আনোয়ার ইব্রাহিম রাজাকের সহকর্মী। 

‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জেলে গিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। এখন দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে একই পরিণতি বরণ করলেন মহিউদ্দিন ইয়াসিন। 

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে পরবর্তী ১৭ মাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তিনি মালয়েশিয়ার দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *