:: ক্রীড়া ডেস্ক ::
৭৯ সেকেন্ডেই অস্ট্রেলিয়ান রক্ষণকে বোকা বানিয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এটি লিওনেল মেসির ক্যারিয়ারে দ্রুততম গোল। মেসির আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে পরের গোলটি করেন গেরমান পেৎসেয়া।
চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের সম্ভাবনা থাকলেও সকারুদের দাঁড়াতেই দেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির জাদুতে বেইজিংয়ে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক শটে গোলটি করেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গোলটি করেই নতুন একটা রেকর্ড গড়লেন লিওনেল মেসি। ৩৫ বছরে বয়সে এসে পেশাদার ফুটবল ক্যারিয়ারে মেসির দ্রুততম গোল এটিই, ১ মিনিট ১৯ সেকেন্ড। এই নিয়ে জাতীয় দলের হয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন লিও। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ১০৩টি।
৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পথে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচে ৩৫ মিনিটে ডেডলক ভাঙেন লিওনেল মেসি। এবার ক্যাঙারুদের বিপক্ষে প্রীতি ম্যাচেও জালের দেখা পেলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচটিতে আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে।
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রেফারির প্রথম বাঁশি বাজার পর দর্শকেরা নড়েচড়ে বসার আগেই ফের গোল উদ্যাপনে দাঁড়িয়ে পড়তে হলো আর্জেন্টাইন সমর্থকদের। ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ডের মাথায় এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে টানা ৭ ম্যাচে গোল পেলেন ‘এলএমটেন’। ৩৮ মিনিটে বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা গোলের আরেকটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বাড়াতে পারত আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনির শিষ্যরা বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন পেজ্জেলা। মেসির কর্নার কিক থেকে ৬৮ মিনিটে বল পেয়ে ক্রস করেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সেই ক্রসে হেডে বল জালে পাঠান বদলি হিসেবে মাঠে নামা গেরমান পেৎসেয়া। এই ব্যবধান ধরে রেখেই জয় তুলে নেয় আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলই ৬ জন করে বদলি খেলোয়াড় নামায়।
প্রায় ৭ বছর পর চীন সফরে গেছেন মেসি। বেইজিংয়ে একটি প্রীতি ম্যাচ খেলার পর ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপ জয়ের পর নিজেদের মাটিতে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে লিওনেল স্কালোনির দল। দুটিতেই দাপুটে জয় পায় তারা।