নাগরিকদের চলাচলে সতর্ক করল যুক্তরাজ্য

:: নাগরিক প্রতিবেদন ::

ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মাত্র চার দিন বাকি থাকলেও দেশে বড় ধরনের সংঘাতের শঙ্কায় নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটির দ্য ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এ সতর্কতা জারি করে। 

যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গভডটইউকেতে প্রকাশিত ওই সতর্কবার্তায় বলা হয়, সন্ত্রাসীরা বাংলাদেশে হামলা চালাতে আপ্রাণ চেষ্টা করছে। বাংলাদেশের যেকোনো জায়গায় এ ধরনের হামলা হতে পারে। 

এ অবস্থায় বাংলাদেশে যে কোনো ধরনের গণজমায়েতে আরও হামলা হওয়ার ঝুঁকি রয়েছে। ধর্মী বা রাজনৈতিক র‌্যালি, জণাকীর্ণ অঞ্চল, পুলিশ বা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আছে এমন জায়গা এবং বিদেশিরা জড়ো হয় এমন স্থানে হামলার শঙ্কা বেশি। 

এ পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানকারী যুক্তরাজ্যের নাগরিকদের প্রতি অনুরোধ, আপনারা উল্লিখিত স্থানগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবেন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করবেন। 

এদিকে ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হওয়ার কথা রয়েছে। এদিন ঢাকা শহরে যান চলাচল, যোগযোগ ব্যবস্থা ও সাধারণ চলাফেরা বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ১০ ডিসেম্বর ঢাকা শহরের সর্বত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সম্ভাবনা রয়েছে। 

এসব কিছু মাথায় রেখে যুক্তরাজ্যের সব নাগরিককে ১০ ডিসেম্বর ঢাকায় চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো। বিশেষ করে বড় ধরনের জমায়েত ও রাজনৈতিক র‌্যালি এড়িয়ে চলার সুপারিশ করা হলো। 

যুক্তরাজ্য সরকার নানান সময়ে বাংলাদেশে নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে। সর্বশেষ পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে ও করোনাকালে এমন সতর্কতা জারি করেছিল।

বছরে প্রায় দেড় লাখ ব্রিটিশ নাগরিক বাংলাদেশে ভ্রমণ করে। এ পর্যন্ত অধিকাংশ সময় ব্রিটিশ নাগরিককে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। 

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *