■ নাগরিক প্রতিবেদক ■
দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নারী, শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৮ জন। রংপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, বগুড়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পীরগাছার নব্দীগঞ্জ বাজার, পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানা এলাকা ও নজিরেরহাটে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল সকালে নব্দীগঞ্জ বাজার এলাকায় কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে একটি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে কাউনিয়া শ্যামপুরের মঞ্জু মিয়ার ছেলে শাহীন ও অজ্ঞাত দুই যুবকের মৃত্যু ও দুজন আহত হয়। এদিকে পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার কাছে যাত্রীবাহী রংপুর এক্সপ্রেস ও সাদিকা এন্টারপ্রাইজের সংঘর্ষে সাতক্ষীরার কালীগঞ্জের আসলাম খান নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন ও ২০ জন আহত হয়। অন্যদিকে নগরীর নজিরেরহাটে বাসের ধাক্কায় মাসুদ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি গঙ্গাচড়া উপজেলার চাঁদনীপাড়ার বাসিন্দা।
ময়মনসিংহ সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিগাতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর মাসকান্দার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে আবির হোসেন ও পুরোহিতপাড়ার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার মিরপুরে পাথরবোঝাই ডাম্প ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুরের রানাখড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-ভেড়ামারার গোপিনাথপুর গ্রামের তানিয়া আক্তার ও সদর উপজেলার মধুপুর উত্তরপাড়ার নুর ইসলাম।
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। শুক্রবার ভোরে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে এবং বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালকের সহকারী নিহত ও দুইজন আহন হন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহানাজ নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বরাটয়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহানাজ পৌর সদরের বরাটিয়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী। পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, শুক্রবার দুপুরে বেলায়েত হোসেন মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের কুলিয়ারচরের লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি শেখেরবাজার-আগরপুর সড়কের লোহাজুরির চক চৌরাস্তার একটু সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলি চাপা দেয়।
নিহত বেলায়েত হোসেন উপজেলার বিন্নাবাইদ পশ্চিমপাড়ার লুৎফুর রহমান কাঞ্চনের ছেলে। তিনি গাজীপুরের কাসিমপুর কারাগারের কারারক্ষী ছিলেন।
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় অর্ঘ্য অমৃত মণ্ডল নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় অমৃতের স্ত্রী প্রতিভা সরকার মিতু আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের দুজনের বাড়ি সাতক্ষীরায়।
ঢাকা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় যাওয়ার পথে গোপালগঞ্জ সদরের সোনাশুর এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অমৃত নিহত হন।