গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৫

:: গোলাপগঞ্জ প্রতিনিধি ::

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও চার যাত্রী নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়া হয়েছে আহত অবস্থায় আরও চারজনকে। 

বুধবার বেলা ১১টায় মুকসুপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল। 

তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি বাস মুকসুদপুরের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হন। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ৪ জন মহিলা ও মাইক্রোবাসের চালক রয়েছেন। 

ঘটনার পর থেকে ওই স্থানে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ ঘণ্টাখানেক পরে যানচলাচল স্বাভাবিক হয়।

ওসি আশরাফুল আলম জানান, বরিশাল থেকে ঢাকাগামী গ্লোবাল পরিবহনটি মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া ড়োমরাকান্দি এলাকায় একটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে মাইক্রোবাসের ড্রাইভার ও চারজন নারীসহ ৫ জন নিহত হয়েছে। তিনজন আহত হয়েছে।

তিনি জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হলো ঢাকা পল্লবী এলাকার সালমা জামান (৩৫)। অন্য নিহতদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে ।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *