ভিসার মাধ্যমে ভারতে থাকবেন হাসিনা

:: নাগরিক নিউজ ডেস্ক ::

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। শুক্রবার (৯ আগস্ট) ভারতের নিউজ-১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা ভারতেই থাকবেন। তবে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ের বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন। 

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা থাকলেও যুক্তরাজ্য তাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় তা থমকে গেছে। 

নিউজ-১৮ বলেছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে আমরা আমাদের সূত্রের মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দীর্ঘসময়ের জন্য অবস্থান করতে যাচ্ছেন। এর আগে জানানো হয়েছিল তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।

নিউজ-১৮ আরও বলেছে, হাসিনা ভিসার মাধ্যমে ভারতে অবস্থান করবেন। কারণ ভারতের কোনো শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন নেই।

নিউজ-১৮ জানিয়েছে, যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এ ছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে যে যত দিন পর্যন্ত তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করছেন তত দিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।

গণআন্দোলনের সোমবার (৫ আগস্ট) নিজের জীবন রক্ষার জন্য ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক অবস্থায় হাসিনার পরিকল্পনা ছিল প্রথমে তিনি ভারতে যাবেন। দেশটিতে অল্প সময় অবস্থান করে যাবেন যুক্তরাজ্যে। কারণ তার বোন শেখ রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের নাগরিক। তবে সেটি হয়নি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে টানা ৩৬ দিনের বিক্ষোভে ৪৪৪ জনেরও বেশি লোক নিহত হওয়ার পর ৭৬ বছর বয়সি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশ সেনাবাহিনী তাকে ৪৫ মিনিটের সময়সীমা বেধে দেওয়ার পর তিনি ঢাকা থেকে ভারতে চলে যান।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *