৬ ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্ত হচ্ছে ৬০২ ফিলিস্তিনি

■ নাগরিক প্রতিবেদক ■

হামাসের হাতে আটক ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে আজ। 

চার জিম্মি ২৭ বছর বয়সী এলিয়া কোহেন , ৪০ বছর বয়সী তাল শোয়াম, ওমর শেম টভের বয়স ২২ বছর এবং ২৩ বছর বয়সী ওমর ওয়েনকার্ট ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যোদ্ধাদের হাতে বন্দি হন।

অন্য দুজন ৩৬ বছর বয়সী হিশাম আল-সাইয়েদ এবং ৩৯ বছর বয়সী অ্যাভেরা মেঙ্গিস্টু প্রায় এক দশক আগে আলাদাভাবে গাজায় প্রবেশ করার পর থেকে হামাসের হেফাজতে রয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দীবিনিময় চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ছয় ইসরায়েলিকে ছাড়বে হামাস। এর বিনিময়ে ইসরায়েল থেকে মুক্তি পাবেন ৬০২ ফিলিস্তিনি। এটি হবে ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের সপ্তম বন্দী বিনিময়।

হস্তান্তরের নির্দিষ্ট স্থান এখনো প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক বিনিময়গুলো গাজার দক্ষিণের খান ইউনিসে হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েল সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।

এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। এমনকি হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বিলম্ব করা হচ্ছে বলেও দাবি করা হয়।

এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ট্রাম্পের পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট।

তিনি আরও জানান, জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা যাবে বলেও জানান ট্রাম্প।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *