সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে ১৫ জন নিহত

■ নাগরিক প্রতিবেদক ■

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ১৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। এর মধ্যে পাবনার সাঁথিয়ায় ৩, চকরিয়ায় ৩, চুয়াডাঙ্গায় ২, মুন্সীগঞ্জে ২, গোপালগঞ্জে ২, সাতক্ষীরায় ১, ঝিনাইদহে ১ ও নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছে।

পাবনা : শুক্রবার সকাল ৬টার দিকে সাঁথিয়ায় উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৭) এবং আতাইকুলা থানার এলাকার কারিগর পাড়ার ইরাদ আলী প্রামাণিকের ছেলে মনসুর আলী (৪০)।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি ঢাকা থেকে পাবনার দিকে আসছিল এবং পাথরবোঝাই ট্রাকটি বিপরীত দিকে যাচ্ছিল।

মুন্সীগঞ্জ : শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বাউশিয়া এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের একজন মেহেদী হাসান (২৯)। তিনি চাঁদপুরের মতলব উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে। নিহত অন্য যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়ার বরইতলি ও হারবাং এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকসহ তিনজন নিহত ও অন্তত আটজন আহত হন। প্রথম দুর্ঘটনায় বরইতলিতে ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়, এতে মাদ্রাসা শিক্ষক আব্দুল মান্নান (৪৫) গুরুতর আহত হন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী আরশি (২৭) ও চার বছর বয়সি ছেলে শিহামও আহত হন।

একই রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে কলেজছাত্র শেখ ওবায়েদ এনাম (১৯) এবং গাড়ির স্টাফ মো. ফারুক (২৭) নিহত হন। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন।

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় কুষ্টিয়া হাইওয়ে সড়কের নওদাপাড়া ভাটার কাছে বৃহস্পতিবার রাতে এক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রিয়াদ (১৬) ও পলাশ হোসেন (৩৫) নিহত হন। তাদের সড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতি না হওয়ায় এলাকাবাসী দুর্ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। পুলিশ তদন্ত করছে।

গোপালগঞ্জ : শুক্রবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ট্রাকচালক ইরফান ফকির (৪০) ও পিকআপ হেলপার ইয়াসিন মোল্লা (৪০) নিহত হন। দুর্ঘটনার সময় ট্রাকটি বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পরে রেকার দিয়ে গাড়ি সরাতে গিয়ে ট্রাকের নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা।

সাতক্ষীরা : শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক সুলতান আলী (৫৬) নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ওসি শামিনুল হক।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় কাভার্ডভ্যান ও তেলের লরির মাঝখানে চাপা পড়ে মারা যায় ১২ বছর বয়সি শিশু মো. আরাফাত। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাবার হাত ছেড়ে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ : শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন বলে জানান আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *