উপদেষ্টা রিজওয়ানার বাসাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

■ নাগরিক প্রতিবেদক ■

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্বৃত্তরা তার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও কেউ হতাহত হয়নি।

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৯টা দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তরা এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর মহাখালীতে রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরে দ্রুত তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

রোববার রাত ১০টার দিকে মহাখালীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন, রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মহাখালীর আমতলী এলাকায় রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা এই এলাকার নিরাপত্তা জোরদার করেছি।

দারুস সালামে ককটেল বিস্ফোরণ

রাজধানীর দারুস সালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার।  

তিনি জানান, দারুস সালাম থানা এলাকায় রোজিনা পেট্রোল পাম্পের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও দুটি বিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। 

বাংলামোটরে বাসির তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। এতে তার পায়ে ও হাতে জখম হয়েছে। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়।

আবদুল বাসিরের ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।

মধ্য বাড্ডায় বাসে আগুন

রাজধানীর মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে আগুন কীভাবে লেগেছে বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে একটি বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ‘মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার সংবাদ শুনেছি। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। এখনো বিস্তারিত কোনো তথ্য জানি না। তিনি আরও বলেন, আগুন কীভাবে লেগেছে সে সম্পর্কেও আমাদের কাছে কোনো তথ্য নেই। আমরা শুধু শুনেছি একটি বাসে আগুন লেগেছে।’

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

গতকাল শনিবার রাত থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এ সময় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *