দেড় মাসে শেয়ারবাজার ছেড়েছে ৬০,৩৫৫টি বিওধারী 

:: নাগরিক প্রতিবেদন ::

আস্থাহীনতার কারণে গত দেড় মাসে শেয়ারবাজার ছেড়েছেন ৬০,৩৫৫টি বিওধারী।

সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ মে শেয়ারবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৮১ হাজার ৮০টি। ১৪ জুলাই বিও হিসাব ২০ লাখ ১৪ হাজার ৬৫১টিতে দাঁড়ায়।

অর্থাৎ দেড় মাসে শেয়ারবাজার থেকে ৬৬ হাজার ৪২৯টি বিও হিসাব কমেছে।

সিডিবিএল জানায়, জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত পুরুষদের বিও হিসাব ৪৮ হাজার ৫৩৭টি কমে দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৩০৯টিতে।

মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ৪৬ হাজার ৮৪৬টিতে। আর ১৪ জুলাই পর্যন্ত নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ১৭ হাজার ৯৬৫টি কমে পাঁচ লাখ ১৯৪টিতে দাঁড়িয়েছে।

মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল পাঁচ লাখ ১৮ হাজার ১৫৯টিতে।

মে মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ৭৫টি। দেড় মাসে কোম্পানি বিও ৭৩টি বেড়ে ১৪ জুলাই দাঁড়িয়েছে ১৬ হাজার ১৪৮টিতে। জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৬০ হাজার ৩৫৫টি বিও হিসাব কমেছে।

এর মাধ্যমে ১৪ জুলাই দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৯ লাখ ২৫ হাজার ৪০৪টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ১৯ লাখ ৮৫ হাজার ৭৫৯টিতে।

১৪ জুলাই পর্যন্ত বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ৬ হাজার ১৪৭টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৯টিতে।

মে মাসের শেষ দিন বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৯ হাজার ২৪৬টিতে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *