আ.লীগের নতুন মন্ত্রীসভায় ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী

:: নাগরিক প্রতিবেদন

দ্বাদশ জাতীয় নির্বাচনের পর নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন। বুধবার মন্ত্রিপরিষদ সচিব ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং অতিরিক্ত ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান।

আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। এর অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়। 

মন্ত্রী

১.  আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১)

২.  ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)

৩.  নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। (নরসিংদী-৪)

8  আসাদুজ্জামান খান (ঢাকা-১২)

৫. ডা: দীপু মনি (চাঁদপুর-৩)

৬.  মোঃ তাজুল ইসলাম (কুমিল্লা-৯)

৭.  মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)

৮.  আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)

৯.  আনিসুল হক (বাক্ষণবাড়িয়া-৪)

১০.  মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)

১১.  মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) ১২.  সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)

১৩.  র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪.  মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১)

১৫.  নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫)

১৬.  আব্দুস সালাম (ময়মনসিংহ-৯৮

১৭.  মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯০

১৮.  ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

১৯.  মোঃ ফরিদুল হক খান (জামালপুর-২)

২০.  মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

২১.  সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) 

২২.  জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

২৩.  নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)

২৪. স্থপতি ইয়াফেস ওসমান 

২৫.  সামন্ত লাল সেন

প্রতিমন্ত্রী

১. সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪) 

২.  নসরুল হামিদ (ঢাকা-৩)

৩.  জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

8.  মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)।

৫.  মোঃ মহিববুর রহমান (পটুয়াখালী-৪)

৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

৭.  জাহিদ ফারুক (বরিশাল-৫)

৮.  কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

৯. রুমানা আলী (গাজীপুর-৩)

১০.  শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

১১.  আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

নতুন ১১ মন্ত্রী 

মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)   
আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)
মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)
মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)
আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)
সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)
জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)
নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)
উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)
মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)
ডা. সামন্ত লাল সেন (টেকনোক্রেট)

নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন যেসব মন্ত্রী

নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৫ জন মন্ত্রী। এ ছাড়া ১৩ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী বাদ পড়েছেন।

এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তিনজন প্রতিমন্ত্রী। তাঁরা হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এই তিনজনও নতুন মন্ত্রিসভায় নেই। মন্ত্রিসভার বাকি সবাই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। তাঁদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রী এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। তাঁরা হলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। এই তিনজনের নামও নেই নতুন মন্ত্রিসভায়।

এ ছাড়া বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যাঁরা নতুন মন্ত্রিসভায় স্থান পাননি, তাঁদের মধ্যে কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ছাড়া আছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী  শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চোধুরী, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

প্রতিমন্ত্রীদের মধ্যে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের মধ্যে আরও আছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেছা। এ ছাড়া দুজন উপমন্ত্রী বাদ পড়েছেন। তাঁরা হলেন, পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এবং পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *