বঙ্গবাজারের বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

:: নাগরিক প্রতিবেদক ::

রাজধানীর বঙ্গবাজারের পাশের বরিশাল প্লাজায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে সেখানে আগুন লাগে। ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, বরিশাল প্লাজায় অগ্নিনির্বাপণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বরিশাল প্লাজার পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত। ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত কিংবা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ, তা জানার চেষ্টা চলবে বলে জানান রোজিনা আক্তার।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বরিশাল প্লাজার চতুর্থ তলায় আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও উল্লেখ করে তিনি।

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার কমপ্লেক্সের আদর্শ মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বঙ্গবাজার, গুলিস্তান ও মহানগর মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পাশের এনেক্সো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট ও বরিশাল প্লাজার আংশিক পুড়ে যায়। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পরও ধ্বংসস্তূপে বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকে। সাড়ে ৭৫ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের জানান, বঙ্গবাজারে আগুনে প্রায় পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *