ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রহিম শুভ কারাগারে 

:: ঠাকুরগাঁও প্রতিনিধি ::

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক রহিম শুভকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের পেশকার ফয়সাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২০ সালের ৮ এপ্রিল বালিয়াডাঙ্গীতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬০৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ কয়েকজনের নামে মামলা করেন।

বালিয়াডাঙ্গীর ওএমএস ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী অভিযোগ করেন, ঘটনার দিন তার ছবির ওপর চাল চোর লিখে তা ফেসবুকে প্রচার করে শাওন আমিন ও রহিম শুভ। এ কারণে তিনি দেশের দুটি অনলাইন পোর্টালের সম্পাদক, শাওন আমিন ও রহিম শুভর নামে বালিয়াডাঙ্গী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় জামিন নিতে গতকাল আদালতে যান শুভ। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করেন।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *