অসম্পূর্ণ কবিতা
-আরিফুল হক
রাতের আঁধার জাপটে ধরে কাঁদে।
চাঁদের আলোটা ম্লান হয়ে যায়।
উথালি পাথালি মন, নির্ঘুম চোখ
পায়চারি করে অযথাই।
অনেক প্রশ্ন ভীড় করে ,অনেক জিজ্ঞাসা।
কি হতে চেয়েছিলে, কি ছিল আশা,
জবাব নেই । জবাব পায়নি কোনদিন।
হয়ত হয়েছে ভুল। ভুল আছে অনেক,
তাতে কার কি , ঘড়ির কাঁটা তো এগিয়ে নিয়েছে
গন্তব্যের দিকে। কর্ত্তব্যে বিলীন।
একটু পরেই হবে ভোর।
বাড়বে কোলাহল। পাখপাখালীর কলতান।
জীবনে ছন্দ ফিরে আসবেকি আবার?
ঘৃন্য জীবন ফেলে , সোনালী আলোয়
বিকশিত হবেকি অমল মানুষের প্রান।