শেকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

:: শেকৃবি প্রতিনিধি ::

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। 

২৭ এপ্রিল (শনিবার) সকাল ৯.৩০ মিনিটে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে প্রথমেই অনুষদের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, ট্রেজারার, অনুষদের ডিন, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য  র‍্যালি ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর  উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদ প্রাঙ্গনে  বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপউপাচার্য, ট্রেজারার এবং অনুষদটির ডীন।

পাশাপাশি, অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতালে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। যেখানে ফ্রি ভ্যাকসিনেশন ও ঔষধ প্রদানসহ অন্যান্য চিকিৎসাজনিত সুবিধা প্রদান করা হয়।

এছাড়াও বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে অনুষদের বর্তমান ডিনের দ্বিবার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে অনুষদীয় শিক্ষার্থীদের জন্য  বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী মাল্টিন্যাশনাল কোম্পানি নিউ হোপ এগ্রোটেক বাংলাদেশের সহযোগিতায় অনুষদে সদ্য স্নাতকদের জন্য প্রথমবারের মত জব ফেয়ারের আয়োজন করা হয়েছে যা শিক্ষার্থীদের মাঝে তুমুল সাড়া ফেলেছে এবং বিশ্ববিদ্যালয়ের সকল মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।  উক্ত জব ফেয়ারে তাৎক্ষণিকভাবে  ৮-১০ জন শিক্ষার্থীকে কোম্পানিটির টেকনিক্যাল অফিসার  নিয়োগ প্রদান করা হবে।

অনুষদের সদ্য স্নাতকদের জন্য জব ফেয়ার আয়োজনের প্রতিক্রিয়ায় অনুষদীয় ছাত্র সমিতির ভিপি রাহাত মোল্লা বলেন, ”বিষয়টি অকল্পনীয়।  পাশ করার পর একজন চাকুরী প্রার্থিকে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে বেড়াতে হয় সেখানে একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানী আমাদের ক্যাপাসে এসে একদম ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাকুরী দিচ্ছে।  এটা সম্ভব হয়েছে আমাদের ডিন মহোদয়ের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্ঠায়।  আমি বিশ্বাস করি বহুজাতিক কোম্পানিতে চাকুরী আগ্রহীদের জন্য এটা একটি বিরল সুযোগ। আমি সদ্য স্নাতকদের সফলতা কামনা করি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদুর রশীদ ভূইয়া বলেন, ”দিনটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ।  অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগীতায় তাঁদের ডিনের উদ্যোগে এই দিবস জাঁকজমকের সাথে অনুষদে প্রথমবারের মত পালিত হচ্ছে যা সত্যিই প্রসংশনীয়। এই দিবস থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যৎ ভেটেরিনারি সেক্টরকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই পরিকল্পনা করতে হবে। আমাদের দেশের ভেটেরিনারি সেক্টরকে গবেষণাখাতে আরো উন্নত করতে হবে। ভেটরিনারিয়ানগণ অবলা প্রাণীর চিকিৎসা করেন যা সত্যিকার অর্থেই অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তাছাড়া আমাদের দুধ কিংবা মাংস উৎপাদনকারী নিজস্ব কোনো  কোনো ব্রিড নেই। এগুলোর দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।”

অনুষদের ডিন প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম বলেন, ”দিবসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম বড় পরিসরে আমরা অনুষদভিত্তিক এই দিবস পালন করছি।  বর্ণাঢ্য র‍্যালী, ফ্রি ভেটেরিনারি সেবা, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের জন্য  জব ফেয়ারের আয়োজন উক্ত দিবসকে কেন্দ্র করে করেছি যা সকল শিক্ষক এবং অনুষদীয় শিক্ষার্থীদের সহযোগিতায় সম্ভব হয়েছে। জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য বিশেষ এক আকর্ষন।  অনুষদের অনেক শিক্ষার্থী অনার্স শেষ হওয়ার সঙ্গেই চাকরি পেয়ে যাবে, হয়তো সার্টিফিকেট পাওয়ার পর একদিনও বেকার থাকতে হবে না।  এমন উদ্যোগ নিতে পারা অনুষদের ডিন হিসেবে আমার জন্য আনন্দের ও প্রশান্তির।”

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *