সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

:: নাগরিক প্রতিবেদন ::

সৌদি আরবে হজ করতে যাওয়া এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইন্তেকাল করা বাংলাদেশি হজযাত্রীর নাম মো. জাহাঙ্গীর কবির। তাঁর বয়স ৫৯ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর ‘A 01012228’।

জাহাঙ্গীর কবির ১১ জুন সৌদি আরবে মারা যান। তাঁর মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে ইন্তেকাল করলেন।

৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে ১৯টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১টি, সৌদি এয়ারলাইনস ৫টি ও ফ্লাইনাস ৩টি ফ্লাইটে হজযাত্রী নিয়ে সৌদি আরবে গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

বাংলাদেশে থেকে এবার ১২৮টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৫টি, সৌদি এয়ারলাইনস ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী নিয়ে যাবে।

ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শেয়ার করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *